বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ, অগুণতি পাখির কলকাকলি।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।
নীলাদ্রি লেক (Niladri Lake) খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সুইজারল্যান্ডখ্যাত পাহাড় বিলাস মেঘালয় পাহাড়ের পাদদেশে ভারতের শিলং শহরের দক্ষিণে বাংলাদেশের সীমান্ত জনপদ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির চ্যাংবিল এলাকায় অবস্থিত।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর পাড়ে অবস্থিত পর্যটন এলাকা ‘হাওর বিলাস’।
Upcoming
সুনামগঞ্জ সরকারি কলেজ |
closed
Sunamganj, Sadar